পাব আশে জীবন গেল, আমি তাঁরে পেলাম কই,
কোথা গেলে তাঁরে পাব বলে দে রে প্রাণের সই।
মধুর বসন্তকালে, কুঞ্জবনে কদম তলে,
প্রেম ছলে মন ভোলায়ে মদন মোহন গেল কই ॥
আসবে বলে শ্যাম চরণা, চলে গেল আর এলো না,
সারা নিশি জেগে বসি পথের পানে চেয়ে রই ॥
নিশি হল সুপ্রভাত, কই এলো মোর প্রাণনাথ,
সহে না বিচ্ছেদের জ্বালা মনের দুঃখ কারে কই ॥
শুন বলি রে প্রাণের সখী, সে কেন রে দিল ফাঁকি,
পুরীর বাহির হলেম আমি যার প্রেমের বিবাগী হই ॥
শিখরে সাগরে চাই, বনে কি জঙ্গলে পাই,
বিয়োগা বাজায়ে ফিরি করেতে কীন্নর লই ॥
নিশ্চয় না পেলে তাঁরে, থাকব না আর এই সংসারে,
একটু দেখি মাইজভাণ্ডারে চলরে সখী তোরে কই ॥
করিমের নিবেদন, বলে দিও তাঁর চরণ,
মন্দাকিনীর পাক শ্মশানে যেন সমাহিত হই ॥
[hurrytimer id=”8489″]