পাগল বানাইলা মোরে

পাগল বানাইলা মোরে গাউছে আজম মাইজভাণ্ডারী। আমি যে দিকেতে দৃষ্টি করি তোমায় হেরি মাইজভাণ্ডারী।। ফুল বাগানে যখন আসি, ফোটা ফুল রাশি রাশি, ফুলের মুখে তোমার হাসি ওরে দয়াল মাইজভাণ্ডারী।। পাগল করিয়া মোরে, তুমি রইলে পর্দার আড়ে, পর্দা উঠাও দয়া করে নয়ন ভরে তোমায় হেরি।। আকাশ পানে চাঁদের কোলে, লতায় পাতায় ফলে ফুলে। তোমায় হেরে রমেশ […]

পাগল বানাইলা মোরে গাউছে আজম মাইজভাণ্ডারী।
আমি যে দিকেতে দৃষ্টি করি তোমায় হেরি মাইজভাণ্ডারী।।

ফুল বাগানে যখন আসি, ফোটা ফুল রাশি রাশি,
ফুলের মুখে তোমার হাসি ওরে দয়াল মাইজভাণ্ডারী।।

পাগল করিয়া মোরে, তুমি রইলে পর্দার আড়ে,
পর্দা উঠাও দয়া করে নয়ন ভরে তোমায় হেরি।।

আকাশ পানে চাঁদের কোলে, লতায় পাতায় ফলে ফুলে।
তোমায় হেরে রমেশ বলে ওরে দয়াল মাইজভাণ্ডারী।।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

পাগল বানাইলা মোরে