চল যাই গো ভাণ্ডারে

চল যাই গো ভাণ্ডারেআল্লাহ রাসূল করে খেলা গাউছের দরবারেসামছুদ্দোহা বদরুদ্দোজা উদয় হইল ভাণ্ডারেআল্লাহ রাসূল করে খেলা গাউছের দরবারে দরবারে বসিয়া করেন কুদরতি কারবারআপে নৈরাকার হইয়া বসাইলেন বাজারমাওলানা রূপ ছল ধরে, ত্বরায়ে লয় দাসেরে ॥ বেশক নূরের পুতুলা, বাবা নূরের পুতুলামানব ছুরত ধরে করেন খেলাকে বুঝিবে তাঁহার খেলা, বুঝাইল না যাহারে ॥ সুলতানুল আওলিয়া মাওলা, হাবিব […]

চল যাই গো ভাণ্ডারে
আল্লাহ রাসূল করে খেলা গাউছের দরবারে
সামছুদ্দোহা বদরুদ্দোজা উদয় হইল ভাণ্ডারে
আল্লাহ রাসূল করে খেলা গাউছের দরবারে

দরবারে বসিয়া করেন কুদরতি কারবার
আপে নৈরাকার হইয়া বসাইলেন বাজার
মাওলানা রূপ ছল ধরে, ত্বরায়ে লয় দাসেরে ॥

বেশক নূরের পুতুলা, বাবা নূরের পুতুলা
মানব ছুরত ধরে করেন খেলা
কে বুঝিবে তাঁহার খেলা, বুঝাইল না যাহারে ॥

সুলতানুল আওলিয়া মাওলা, হাবিব আল্লাহর
মিশরের বাজারে সুন্দর ইউসুফ নামদার
আসিয়াছেন স্বর্গ হতে, ধরা দিল ভাণ্ডারে ॥

আরফাতের ময়দানেতে, হাশরের দিনে
নূরের চাঁদোয়া লটকাইয়া, দিবেন গাউছে ধনে
আমরা যত দাসগণ, নেচে নেচে যাবরে ॥

গাউসুল আজম তছবি-তাহলিল জপ বারে বার
মুশকিলে পড়িলে বাবা, করিবেন উদ্ধার
গাউসুল আজম গাউসুল আজম, জপ সদায় অন্তরে ॥

আঁখির পলকে বাবার কি মোহিনী বাণ
এক নজরে হরে নিল, মীমনগরীর প্রাণ
গোকূলের সব গোপীগণ, দিল বাড়ী ঘর ছেড়ে ॥

লেখক: আবদুল জব্বার মীমনগরী

চল যাই গো ভাণ্ডারে