কালা বিহনে মম বাঁচেনা

কালা বিহনে মম বাঁচেনা প্রাণ,সুমিলনে পাপীহীনে কর পরিত্রাণ। ওহে বন্ধু মনচোরা, তুমি তো নয়নের তারা,তুমি বিনে অন্ধজন ফিরি স্থানে স্থান। ওহে মম পঞ্চপ্রাণ, মাইজভাণ্ডারী গাউছ ধন,বাঁচিবে কেমনে হাদী বিনে পঞ্চপ্রাণ।

কালা বিহনে মম বাঁচেনা প্রাণ,
সুমিলনে পাপীহীনে কর পরিত্রাণ।

ওহে বন্ধু মনচোরা, তুমি তো নয়নের তারা,
তুমি বিনে অন্ধজন ফিরি স্থানে স্থান।

ওহে মম পঞ্চপ্রাণ, মাইজভাণ্ডারী গাউছ ধন,
বাঁচিবে কেমনে হাদী বিনে পঞ্চপ্রাণ।

লেখকঃ আবদুল হাদী কাঞ্চনপুরী

কালা বিহনে মম বাঁচেনা