কার আশায় বসে দিন কাটালি

কার আশায় বসে দিন কাটালি রে মানব।। দমেদমে আয়ু যায়, দম ফুরালে কে কোথায়, সেই কথা কভু না ভাবিলি, তোর হৃদ মাঝারে আপন জন, করলিনা তার অন্বেষণ, কামেল পীরের খেদমতে না গেলি।। তোর বারটা বাজিয়া গেছে সন্ধ্যার কিছু বাকি আছে, এখনও তুই হুশিয়ার না হইলি। আজরাইলের তলোয়ার খানি, দেখিলে সরবে না বাণী, বিনা অজুহাতে যাবি […]

কার আশায় বসে দিন কাটালি রে মানব।।

দমেদমে আয়ু যায়, দম ফুরালে কে কোথায়,
সেই কথা কভু না ভাবিলি,
তোর হৃদ মাঝারে আপন জন, করলিনা তার অন্বেষণ,
কামেল পীরের খেদমতে না গেলি।।

তোর বারটা বাজিয়া গেছে সন্ধ্যার কিছু বাকি আছে,
এখনও তুই হুশিয়ার না হইলি।
আজরাইলের তলোয়ার খানি, দেখিলে সরবে না বাণী,
বিনা অজুহাতে যাবি চলি।।

জায়নমাজ পড়াইবে, অন্ধকার কবরে দিবে,
ভাই বন্ধু সবে যাবে ফেলি।
মনকির আর নকিরে, তুলিয়া বসাবে তোরে,
আমলনামা সামনে ধরবে তুলি।।

শুরু হবে ঘোর আজাব, কিছুতে পাবি না মাফ,
প্রাণ বন্ধুয়ারে কভু না চিনিলি।
ছুটল না তোর মায়ার ঘুম, আলাস্তবে রব্বে কুম,
কালুবালার শব্দের কি করিলি।।

এখনও সময় আছে, কামেল পীর কাছে আছে,
ভুল করিস না দুনিয়াতে ভুলি।
রমেশ বলে জান বাচাও, মারফত চশমা চোখে দাও,
মাইজভাণ্ডার দরবারে যাও চলি।।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

কার আশায় বসে দিন কাটালি