ওরে আমার মরণ কালে স্মরণ করি,
প্রাণ দিব না তুমি বিনে, ওরে আমার মরণ কালে ॥

আমার মরণ কালে, অ-আমির ধন পাশারিয়া রইলা কেনে
শীঘ্র আসি সরবত দেরে, প্রাণ ত্যাজিব তোর চরণে ॥

আমার মরণ কালে, কোথায় রইলা এই নিদানে,
কৃপা কর দরশনে, প্রাণ দিব না তুমি বিনে ॥

আমার মরণ কালে তুমি দয়া না করিলে
আর বান্ধব নাইরে আমার, মানব জীবন যায় বিফলে॥

দাশ রহিমুল্লাহ্ বলে, আমির ধনের চরণ তলে
আজরাইলের কিবা শক্তি, প্রাণ হরিবে তুমি বিনে ॥

লেখক : সূফী রহিমুল্লাহ শাহ

ওরে আমার মরণ কালে