আর খটিস না ভূতের বেগার, আর খটিস না ভূতের বেগার।
তোর দিলের মাঝে ডুব দিয়া দেখ সাক্ষী তোর পরোয়ার দেগার।
পঞ্চ ভূতের সঙ্গে মিশি, ভুলে রইলি দিবানিশি।
কত করলি হাসি খুশী, কিল ঘুষি রয়েছে চেগার।
বার হতে হয়তো আসি, এই হল তোর মেশামেশি।
সময় ঠিক নাই দেখরে বেশী, জোড়া দে তোর আয়ু তাগার।
খেলায় কিছু হেলায় কিছু, সময় গেল দেখনা মিছু।
শমন ঘুরে দেখনা পিছু দেরী নাই তোর বাড়ি যাবার।
রমেশ কয় লাভের আশে, এসেছে সুদূর প্রবাসে।
গুরু বাক্য অবিশ্বাসে, দুঃখের বোঝা করলেম তৈয়ার।