আমি ঐ রূপসী আমি ঐ রূপসী

আমি ঐ রূপসী, আমি ঐ রূপসী। আমা হেরিবারে বিধি, নয়ন তৃষী।। মম রূপ অদর্শনে, না মজিল কার সনে। আমা পেয়ে হৈ মনে অতি বিলাসী।। আমার দর্শন আশে, ত্রিভুবনে সে প্রকাশে। আমা হেন কে এদেশে রূপে রূপসী।। না মজিত মম প্রেমে, না ধরিত কার কর্মে। রস খেলিবারে প্রেমে, দু’জনে মিশি।। পরকালে ইহজগতে, যত গুপ্তে ব্যক্তে। ভবে […]

আমি ঐ রূপসী, আমি ঐ রূপসী।
আমা হেরিবারে বিধি, নয়ন তৃষী।।

মম রূপ অদর্শনে, না মজিল কার সনে।
আমা পেয়ে হৈ মনে অতি বিলাসী।।

আমার দর্শন আশে, ত্রিভুবনে সে প্রকাশে।
আমা হেন কে এদেশে রূপে রূপসী।।

না মজিত মম প্রেমে, না ধরিত কার কর্মে।
রস খেলিবারে প্রেমে, দু’জনে মিশি।।

পরকালে ইহজগতে, যত গুপ্তে ব্যক্তে।
ভবে আগমিত হৈত, মম উদাসী।।

প্রেম অলি মাওলানাজী, মকবুলের প্রেমে মজি।
হৃদ কুঞ্জবনে গুঞ্জি, বাজায়ে বাঁশি।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

আমি ঐ রূপসী আমি ঐ রূপসী