আমির ধনের পাক দরবারে কে কে যাবি আয়রে মন
আমিরের দরবারে গেলে আল্লাহ নবীর হয় মিলন ॥

আবাল বৃদ্ধ নর – নারী করে সবে হুরাহুরী,
আমির বাবার নাম জপিলে মুর্দা কলব হয় চেতন ॥

আশেকিরা এস্কের জোড়ে অঘটন ঘটাইতে পারে,
মেয়ে মানুষ পুরুষ করে , ঘটনা আছে লিখন ॥

গুরু এক নজরে দেখে যারে , দিলের পর্দা যায় তার ছিড়ে,
আউলিয়া বানাইতে পারে , দয়াল বাবা আমির ধন ॥

দাসে কয় আমিরভাণ্ডারী , পর্দা উঠাও দয়া করি,
তব চরণ আশা করি , গেল দাসের এই জীবন ॥

আমির ধনের পাক দরবারে