হিন্দু, মুসলিম, খৃষ্টান, বৌদ্ধ সকল ধর্মের একই কথা।
নীতি রদ বদল মাত্র গন্তব্য স্থান দুইটি কোথা।
কেহ বলে নিরাকারে, কেহ নিরাকার সাকারে,
কেহ জন্মান্তরবাদ স্বীকার করে, কেহ বলে শুধু বৃথা।
একাধিক বার জন্ম শুনি, মূল-মালিকের সত্য বাণী,
পশু আত্মা রূহু হাওয়ানি এক জনমে মুক্তি কোথা।
কেবা জন্মে আর কেবা মরে, সাপে যেমন খোলস ছাড়ে,
সেই কথা যে বুঝতে পারে, সে হয়েছে স্বাধীনচেতা।
ছিল আছে থাকব পরে, সে’ত আছে জগত জুড়ে,
রমেশ বলে হয় আর মরে এই দুইটি যেন কথার কথা।