সকল দর্শিতে হবে কোন দিন

সকল দর্শিতে হবে, কোন দিন নিজ মূলে। মায়ের ছেলে যেতে হবে, কোন দিন মায়ের কোলে।। তব মাতা মাটি হয়ে, মাটি থাকি ঘটি লয়ে। ঘটি আবার মাটি হবে, কোন দিন মৃত্যু কালে।। মাটি সনে মাটি মিলে, বায়ু সঙ্গে বায়ু চলে। মিশে অনল অনলে, জল যেয়ে মিশে জলে।। মূলাদি মূল শূণ্যময়, শূণ্য হতে সৃষ্টি হয়। মকবুল আবার […]

সকল দর্শিতে হবে, কোন দিন নিজ মূলে।
মায়ের ছেলে যেতে হবে, কোন দিন মায়ের কোলে।।

তব মাতা মাটি হয়ে, মাটি থাকি ঘটি লয়ে।
ঘটি আবার মাটি হবে, কোন দিন মৃত্যু কালে।।

মাটি সনে মাটি মিলে, বায়ু সঙ্গে বায়ু চলে।
মিশে অনল অনলে, জল যেয়ে মিশে জলে।।

মূলাদি মূল শূণ্যময়, শূণ্য হতে সৃষ্টি হয়।
মকবুল আবার হতে হবে শূণ্যময় কোন কালে।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

সকল দর্শিতে হবে কোন দিন