যবে চৈলে যাবে দম

যবে চৈলে যাবে দম, পরাবে কাফন। ইষ্ট মিত্র মালে ধনে, ছাড়িবে তখন।। পরাই কাফন, লিয়ে চারি জন। অন্ধ কারাগারে ফেলব শত্রুর মতন।। দূতগণে যবে, প্রমাদ ঘটাবে। কেহ তোরে পুছিবে না সঙ্কটে এমন।। অহে ভোলা মন, চিনিল এখন। সঙ্কট বিপদ সমে ত্বরাবে যে জন।। মকবুল দিওয়ানা, ভবেতে মৈজ না। শীঘ্রে যেতে ভজ এবে মাওলানার চরণ।। লেখক: […]

যবে চৈলে যাবে দম, পরাবে কাফন।
ইষ্ট মিত্র মালে ধনে, ছাড়িবে তখন।।

পরাই কাফন, লিয়ে চারি জন।
অন্ধ কারাগারে ফেলব শত্রুর মতন।।

দূতগণে যবে, প্রমাদ ঘটাবে।
কেহ তোরে পুছিবে না সঙ্কটে এমন।।

অহে ভোলা মন, চিনিল এখন।
সঙ্কট বিপদ সমে ত্বরাবে যে জন।।

মকবুল দিওয়ানা, ভবেতে মৈজ না।
শীঘ্রে যেতে ভজ এবে মাওলানার চরণ।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

যবে চৈলে যাবে দম