মানুষ পাব কারে, (অভাই) মানুষ পাব কারে।
মনের কথা মন খুলিয়ে, বলতে পারি যারে।
হস্ত পদ পরিপূর্ণ, আছে বটে চক্ষু কর্ণ,
হিংস্র জন্তু জগৎ ভরা, মানুষ আকারে।
আরবী ইংরেজি পড়া, পড়িয়ে শিক্ষিত যারা,
মুখে মধু হৃদয় পূর্ণ, হিংসা অহঙ্কারে।
কোরানে কয় গুরু ধর, আত্মা পরিচয় কর,
এই কাজেরী জন্য তোদের, সৃষ্টি এ সংসারে।
নামে ধর্ম গুরুর গুষ্ঠি, মিষ্টি মুখে বিষ বৃষ্টি,
করে বলে কাফের হ’বি, গেলে মাইজভাণ্ডারে।
আকারে শ্রীগুরু সাজি, দীক্ষা দানে কত পাজি,
পরেরে দেখায় পথ, নিজে অন্ধকারে।
ফাঁকা পর্দা ছিন্ন কর, মাইজভাণ্ডারীর পায়ে পড়,
করিম যাইবে যদি, ভব সিন্ধু পাড়ে।