মাওলানার মহাগুণ কি করিব বর্ণনা।
নর বেশে এই দেশে লুকিছেন মাওলানা।।
মাওলানা মাওলানা নয়, আলিফ লাম মীমে কয়।
যা-লিকাল কিতাব বৈলে, করিছেন বাহানা।।
কোরানেতে সর্বজন, পায় প্রভু মর্মধন।
আল ইনসান ছির্রী, ওয়া আনা ছির্রুহু সে বর্ণনা।।
রসিক মাওলানা ধন, সে মাওলাজীর দর্পণ।
মকবুলে হেরিয়ে রূপ যার হৈল দিওয়ানা।।