প্রেমের কি পদোক্তর ভাই

প্রেমের কি পদোক্তর ভাই, প্রেমের কি পদোক্তর ভাই। পর্বত গগণ গিয়াছে ডরাই। দর্শনে প্রেমাগ্নি কণা, মুসা নবী পেল ফানা। খণ্ড খণ্ড হয়ে তুর জ্বলিয়ে হল ছাই। লেখিয়াছি প্রেমাঞ্জলি, বুঝেছ বালকের খেলি। আমবায়না এরাহমলনাহার তফছির দেখ নাই। সর্বদা যে সজিদা কর, শয়তানের পায়ে পড়। খোদারে করিতে হলে বিল হুজুর চাই। তত্ত্ব মর্ম নাই জান, সত্য গুরু […]

প্রেমের কি পদোক্তর ভাই, প্রেমের কি পদোক্তর ভাই।
পর্বত গগণ গিয়াছে ডরাই।
দর্শনে প্রেমাগ্নি কণা, মুসা নবী পেল ফানা।
খণ্ড খণ্ড হয়ে তুর জ্বলিয়ে হল ছাই।

লেখিয়াছি প্রেমাঞ্জলি, বুঝেছ বালকের খেলি।
আমবায়না এরাহমলনাহার তফছির দেখ নাই।

সর্বদা যে সজিদা কর, শয়তানের পায়ে পড়।
খোদারে করিতে হলে বিল হুজুর চাই।

তত্ত্ব মর্ম নাই জান, সত্য গুরু নাই চিন।
খোদার সজুদ স্থান কে দিবে দেখাই।

প্রেম চলে সোজা পথে, যায়না সে মোটা মাথে।
বুঝতে না’রে আচকন চোগা সামলা উড়াই।

মৌলবী রুমীর কথা, মির্জিয়ে জানিছ বৃথা।
দেখিয়ে তোমার বর্বরতা হাসিয়ে মরি যাই।

করিমের দিলের কাবা, গাউস ধন মাওলা বাবা।
এ বলিয়া চরণেতে মস্তক নোয়াই।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

error:

প্রেমের কি পদোক্তর ভাই