পার করে এক গাউছে ধনে

পার করে এক গাউছে ধনে অন্যে পারে না। এক মন বিনে গাউছে ধনের নৌকায় ধরে না।। হাজার জনেও একমন হলে অমনি লয় সে নৌকায় তুলে, রত্তি মাষা বেশ কম হলে নৌকায় তোলে না। ভাগ্যবন্ত বটে যারা পার হয়ে যাবে তারা, তাঁরা গাউছুল আজম খোদা রসূল ভিন্ন ভাবে না।। রমেশ ভেবে কয় অন্তরে, পয়সা দি মাল […]

পার করে এক গাউছে ধনে অন্যে পারে না।
এক মন বিনে গাউছে ধনের নৌকায় ধরে না।।

হাজার জনেও একমন হলে
অমনি লয় সে নৌকায় তুলে,
রত্তি মাষা বেশ কম হলে নৌকায় তোলে না।

ভাগ্যবন্ত বটে যারা
পার হয়ে যাবে তারা,
তাঁরা গাউছুল আজম খোদা রসূল ভিন্ন ভাবে না।।

রমেশ ভেবে কয় অন্তরে,
পয়সা দি মাল পায় বাজারে,
কিন্তু প্রাণ না দিলে প্রাণ বঁধুরে পাওয়া তো যায় না।।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

পার করে এক গাউছে ধনে