দিছ মিমের ঘোমটা মুখেতে,
তে কারণে নারে লোকে তোমায় চিনিতে।।
করি বন্ধু নানান বাহান,
শষিতেছ ত্রিভুবন ঠারিয়ে নয়ন।
প্রেম খেলিবারে বস মানবের ছুরতে।।
লোকে কত করে অন্বেষণ,
লাহুত মলকুত আর জবরূতে ভ্রমণ।
তুমি যে খেলহ বসি নাহি জানে নাছুতে।।
ছালাম চিনিব কি প্রকার,
চিনাইয়া দিছে মোরে গাউসে মাইজভাণ্ডার।
দাস হৈতে ছাপী মাওলা থাকিবা আর কেমতে।।