তোর খোদা তোর সঙ্গে আছে চিনে লও তারে,
জ্ঞান নয়নে দৃষ্টি কর হৃদয় মাঝারে।
আগে শিখ পীরের যতন,
পীর অছিলায় পাবি চেতন,
দেখবিরে অমূল্য রতন, নিজের ভিতরে।
নিরাকারে আকারে ধরি,
দেখা দিল মাইজভাণ্ডারী,
রূহানি প্রেম প্রচার করি, পাপী উদ্ধারে।
কীট পতঙ্গ গাছে মাছে,
ভুবনে যা যত আছে,
এক ভাণ্ডারী খেলিতেছে, সকলের ঘরে।
কুকুর বিড়াল বাচ্চা হলে,
চোখ ফুটে তার কয়দিন গেলে,
মানুষ বাচ্চার চোখ না খোলে, দুঃখ বুঝাই কারে।
বিশ্ব রাজ্যে একজন রাজা,
যার গুণে এই জগত তাজা,
রমেশ কয় সে মারে মজা যে বুঝতে পারে।