তব তরঙ্গে কি ভর

তব তরঙ্গে কি ভর, মাওলা নামের বৈঠা ধর, জ্ঞান শিকলটি হাতে দিয়ে ঐ ছয় জনকে বন্ধি কর। হর দমেতে জিকির করি, মাইজভাণ্ডারীর বরজক ধরি, বাহিরে দুনিয়াদারী দিন দুনিয়া সার। নাছুতে লাগায়ে তালা মনকুতের দ্বার কর খোলা, জব্রুতে মূল প্রেমের গোলা সেই গোলাতে পড়। লাহুতের রোসন দেখি, ভুলে যাবে প্রাণ পাখি, সেই নূরে সুনজর রাখি মন […]

তব তরঙ্গে কি ভর, মাওলা নামের বৈঠা ধর,
জ্ঞান শিকলটি হাতে দিয়ে ঐ ছয় জনকে বন্ধি কর।

হর দমেতে জিকির করি,
মাইজভাণ্ডারীর বরজক ধরি,
বাহিরে দুনিয়াদারী দিন দুনিয়া সার।

নাছুতে লাগায়ে তালা
মনকুতের দ্বার কর খোলা,
জব্রুতে মূল প্রেমের গোলা সেই গোলাতে পড়।

লাহুতের রোসন দেখি,
ভুলে যাবে প্রাণ পাখি,
সেই নূরে সুনজর রাখি মন বোরাকে চর।

লাহুতে ফানাইতে যাবে,
নিজেকে নিজে হারাইবে,
বকাইতে আঠার আলম তোমার একেশ্বর।

তার পরে ছিফত তোমার
যেন পাক্কা দুনিয়াদার,
রমেশ কয় এই আসল কারবার মোরে শরিক কর।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

তব তরঙ্গে কি ভর