গুরু সুদৃষ্টি মন করিয়ে নিবেশ

গুরু সুদৃষ্টি মন করিয়ে নিবেশ। আদ্য পাঠ পড়া যবে হৈল অবশেষ।। ভব আয়ু বেলা তবে হৈল অবসান। ভব বন্ধিশালা হৈতে পেল পরিত্রাণ।। এই ভব থাকি মৃত্যু হৈল উপনীত। দৃষ্টান্ত ভুবন গর্তে হৈল লুকিত।। আপ্ত সপ্ত অঙ্গ কিবা যত ইষ্টগণ। ভব প্রতিবাসী যত কিবা রত্ন ধন।। কুল মান বিদ্যা দর্প অলঙ্কার বেশ। এভুর সম বর্গ যত […]

গুরু সুদৃষ্টি মন করিয়ে নিবেশ।
আদ্য পাঠ পড়া যবে হৈল অবশেষ।।
ভব আয়ু বেলা তবে হৈল অবসান।
ভব বন্ধিশালা হৈতে পেল পরিত্রাণ।।
এই ভব থাকি মৃত্যু হৈল উপনীত।
দৃষ্টান্ত ভুবন গর্তে হৈল লুকিত।।
আপ্ত সপ্ত অঙ্গ কিবা যত ইষ্টগণ।
ভব প্রতিবাসী যত কিবা রত্ন ধন।।
কুল মান বিদ্যা দর্প অলঙ্কার বেশ।
এভুর সম বর্গ যত আছে লেশ বেশ।।
ইত্যাদি সমস্ত তবে হৈল রহিত।
মনে না আসিল কভু ভব হিতাহিত।।
সমস্ত ছুটিয়া গেল হৈল বিনাশ।
ভয় কার না রহিল নহে কার আশ।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

গুরু সুদৃষ্টি মন করিয়ে নিবেশ