কেয়া কহোঁ তওছিপে হযরত

কেয়া কহোঁ তওছিপে হযরত গাউসে মাইজভাণ্ডার কী, হো বয়াঁ কেউ কর্ ফজিলত গাউসে মাইজভাণ্ডার কী। তাবেয়ে ফম্মান যিনকে হেঁ মলক্ জিন্নো বশর, ছারে আলম হ্যায় বেলায়ৎ গাউসে মাইজভাণ্ডার কী। গাউসে আজম কুতবে আলম হায় এমামুত্তায়েফা, আর্শ পর হায় ধুমে হযরত গাউসে মাইজভাণ্ডার কী। হাজেরে দরকার যিনকে ছদ হাজারাঁ আউলীয়া, পড় গেয়ী আলমমে শোহরত গাউসে মাইজভাণ্ডার […]

কেয়া কহোঁ তওছিপে হযরত গাউসে মাইজভাণ্ডার কী,
হো বয়াঁ কেউ কর্ ফজিলত গাউসে মাইজভাণ্ডার কী।

তাবেয়ে ফম্মান যিনকে হেঁ মলক্ জিন্নো বশর,
ছারে আলম হ্যায় বেলায়ৎ গাউসে মাইজভাণ্ডার কী।

গাউসে আজম কুতবে আলম হায় এমামুত্তায়েফা,
আর্শ পর হায় ধুমে হযরত গাউসে মাইজভাণ্ডার কী।

হাজেরে দরকার যিনকে ছদ হাজারাঁ আউলীয়া,
পড় গেয়ী আলমমে শোহরত গাউসে মাইজভাণ্ডার কী।

বতনে মাদর মে রহে হজরত মলায়েক খাব মে,
দি তওয়াল্লদ কি বশারত গাউসে মাইজভাণ্ডার কী।

আয়ে যু দরবার মে পায়ে মোরাদে দেল অহি,
কেয়া অছি হায় ফজলো রহমত গাউসে মাইজভাণ্ডার কী।

দোস্তো দোশমন প হ্যায় একছান জারি ফয়জে আম,
ছব কো আনা আম দাওয়াৎ গাউসে মাইজভাণ্ডার কী।

জিন্নো এনছাঁ হুরো গেলমানো মলক ওয়াহসো তয়ূর,
লোকমা চি খানে ছখাওয়ৎ গাউসে মাইজভাণ্ডার কী।

ডর নেহি হ্যায়, গম নেহি, হারবৎ নেহি, হাছরত নেহি,
ছায়া আফগন যিছপ শফকৎ গাউসে মাইজভাণ্ডার কী।

কবর মে কেয়া হাসর মে নীচে লওয়ায়ে হামদ কে,
কার ফর্মা হ্যায় জলালত গাউসে মাইজভাণ্ডার কী।

ইয়ে করিমে বেনওয়া আফগাঁ কুনা দরপর খাড়া,
পারা যোয়ে খানে নেয়মত গাউসে মাইজভাণ্ডার কী।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

error:

কেয়া কহোঁ তওছিপে হযরত