কেমনে পাইব তাঁরে

কেমনে পাইব তাঁরে মন হরিল যেই জনে।মন চোরা পেলে মনে আর কি কার মানা মানে।। সে চোরার যে যাতনা, কেহ ভবে সে জানে না।আমি জানি আর আমারি ঐ হারা মনে জানে।। পড়ি তাঁর প্রেম জালে কান্দিনু বসি বিরলে।রক্তনদী বহি যায় রোদনে মোর দু’নয়নে।। জ্বলি তাঁর প্রেমানলে, সদাপি প্রিয়ার ছলে।প্রিয়া প্রিয়া বৈলে তাঁরে ঢোঁড়ি বন বৃন্দাবনে।। […]

কেমনে পাইব তাঁরে মন হরিল যেই জনে।
মন চোরা পেলে মনে আর কি কার মানা মানে।।

সে চোরার যে যাতনা, কেহ ভবে সে জানে না।
আমি জানি আর আমারি ঐ হারা মনে জানে।।

পড়ি তাঁর প্রেম জালে কান্দিনু বসি বিরলে।
রক্তনদী বহি যায় রোদনে মোর দু’নয়নে।।

জ্বলি তাঁর প্রেমানলে, সদাপি প্রিয়ার ছলে।
প্রিয়া প্রিয়া বৈলে তাঁরে ঢোঁড়ি বন বৃন্দাবনে।।

সব যাহার কারণে, হারি তাঁরে না পাই কেনে।
গাউসধন মকবুলের কৃপা কর দর্শন দানে।।

লেখক : আবদুল গণি কাঞ্চনপুরী

error:

কেমনে পাইব তাঁরে