কেমনে চিনিব তোমায়

কেমনে চিনিব তোমায় ওরে প্রেমের মূলাধার। যে চিনেছে মাওলা তোরে দোজাহানে বাদশাই তার।। যে পেয়েছে চিনার দাবি, দোজাহানে তাহার খুবি, তোমায় চিনে ইউনুচ নবী, মাছের পেটে পায় নিস্তার। তোমায় চিনে মনছুরে, আনল হক আনল হক করে, তোমায় চিনে মুছা করে ফেরাউনের মুখ বেজার। রমেশ তোমার পাগল ছেলে, আর কত ঘুরাবে ছলে, তারে একটু চিনা দিলে, […]

কেমনে চিনিব তোমায় ওরে প্রেমের মূলাধার।
যে চিনেছে মাওলা তোরে দোজাহানে বাদশাই তার।।

যে পেয়েছে চিনার দাবি,
দোজাহানে তাহার খুবি,
তোমায় চিনে ইউনুচ নবী, মাছের পেটে পায় নিস্তার।

তোমায় চিনে মনছুরে,
আনল হক আনল হক করে,
তোমায় চিনে মুছা করে ফেরাউনের মুখ বেজার।

রমেশ তোমার পাগল ছেলে,
আর কত ঘুরাবে ছলে,
তারে একটু চিনা দিলে, কিবা ক্ষতি হয় তোমার।।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

কেমনে চিনিব তোমায়