কেবলা কাবা মাইজভাণ্ডারী গাউসুল আযম

কেবলা কাবা মাইজভাণ্ডারী গাউসুল আযম, তব দীন দাসের পরে পড়েছে বিপদ বিষম। যত অপরাধ মম, আকাশ পাতাল সম। কিন্তু জানি তব কৃপা ততৌধিক বৃহত্তম। ভাগ্যে পেয়েছিলেম রত্ন, ভ্রমে না করিলাম যত্ন। কৃপা কর গাউস ধন বৃথায়ে গেল জনম। তুমি আমার অন্তর্যামী, কার কাছে কান্দিব আমি। করিমেরে রক্ষা কর ছাড়ায়ে জীবনের ভ্রম। লেখক : বজলুল করিম […]

কেবলা কাবা মাইজভাণ্ডারী গাউসুল আযম,
তব দীন দাসের পরে পড়েছে বিপদ বিষম।

যত অপরাধ মম, আকাশ পাতাল সম।
কিন্তু জানি তব কৃপা ততৌধিক বৃহত্তম।

ভাগ্যে পেয়েছিলেম রত্ন, ভ্রমে না করিলাম যত্ন।
কৃপা কর গাউস ধন বৃথায়ে গেল জনম।

তুমি আমার অন্তর্যামী, কার কাছে কান্দিব আমি।
করিমেরে রক্ষা কর ছাড়ায়ে জীবনের ভ্রম।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

error:

কেবলা কাবা মাইজভাণ্ডারী গাউসুল আযম