কারবালারই প্রান্তরে

কারবালারই প্রান্তরে শহীদ হয়েছেন স্বপরিবারে,তাদের নামে কারবালা তাই আজ অবধি ক্রন্দন করে। একদিকে ছিল সব এজিদের দল,অন্যদিকে ছিল রসূলের দল,ছিল যে তাদের শুধু ঈমানি বল,দিয়েছেন জান, মাথা নত না করে ।। ফোরাতের তীর আজও সাক্ষী আছেযেতে দেয়নি কাউকে তারই কাছে,জলভরা সেই নদী চেয়ে চেয়ে,শহীদ হয়েছেন স্বপরিবারে।। হােসাইন কারবালার ঝান্ডাবাহীমর্দে মুমিন তিনি বীর সিপাহী,রাখিতে ঊর্ধ্বে শান […]

কারবালারই প্রান্তরে শহীদ হয়েছেন স্বপরিবারে,
তাদের নামে কারবালা তাই আজ অবধি ক্রন্দন করে।

একদিকে ছিল সব এজিদের দল,
অন্যদিকে ছিল রসূলের দল,
ছিল যে তাদের শুধু ঈমানি বল,
দিয়েছেন জান, মাথা নত না করে ।।

ফোরাতের তীর আজও সাক্ষী আছে
যেতে দেয়নি কাউকে তারই কাছে,
জলভরা সেই নদী চেয়ে চেয়ে,
শহীদ হয়েছেন স্বপরিবারে।।

হােসাইন কারবালার ঝান্ডাবাহী
মর্দে মুমিন তিনি বীর সিপাহী,
রাখিতে ঊর্ধ্বে শান ইসলামেরই
দিয়েছেন জান, মাথা নত না করে।।

error:

কারবালারই প্রান্তরে