কাঁদিয়ে কাঁদাই যেও না নাথ কপটে কোথায়।
টুক না হেরিলে তোমা প্রাণে ছটফটাই।।
তুমি যদি যাও ধনি, দিব প্রাণ এমনি।
পুনঃ না দেখিবে গেলে ছাড়িয়ে আমায়।।
কাতরতা প্রেমবাণে, থাকিনু আকাশ পানে।
ভাবে ভোলা রাত্র দিনে, মদন জ্বালায়।।
বিরহে জনম গেল, বহু দিনে হৈল মিল।
দামিনী ঝলকে ধনি যেওনা কোথায়।।
মকবুল আপনে নাশি, প্রিয়া পদে যাও মিশি।
হজরত মাওলানা ধন, কপটে পলায়।।