এয়া সায়্যিদাচ্ছাদাত ইয়া মাওলাল মাওয়াল্লীল মুহতরম।
যুন-নাকা বিল কলবিচ্ছকীম্ উনজুর ইলায়না বিল করম।
ইয়া গাউসুল আযম লিলওয়ারা, ইয়া কুতুবুল আকতাবচ্ছরা,
ইয়া কিবলাতাল কাউনাইন ইয়া মোখতারাল লওহে ওয়াল কলম।
আনতুম আজলুল কদরে ফিস-সানীল জালালে ওয়াল জামাল,
ইয়া নায়েবাল খতমির রাসূল ইয়া মম্বায়েল ফয়েজিল আতম।
ইয়া সায়্যিদী কুনতু গারিকান, ফি বেহারিল ইবতেলা,
উনজুর আলাইনা আতিফান ওয়াদরিক্ বিআল তাফিল কদম।
ইয়া সায়্যিদী মানলি সেওয়াকা আছতাগিছহু বাকিয়ান,
ইজ কুনতু মাজবুরুস সদায়েদ ওয়াল মাছায়েব ওয়াল আলম।
মাওয়াও মলজাউন লানা, ইয়া মাওলা মাইজভাণ্ডারুনা,
ইরহাম বেহালে আবদেকাল মিছকীঁ করিমিন বিন নাদম।