একি সুখ সময় এসেছে ভুবনে

একি সুখ সময় এসেছে ভুবনে, সুখ বাদ্য বাজে কেন সর্বস্থানে। বাজে ইন্দ্র কুলে বাজে দেব দলে, জমিনেতে বাজে বাজে স্বর্গস্থানে।। শীতল সুসৌরভ সমীরে ভবে, মোহ করিছে কেনরে জনে জনে। পূর্ণ শশী জ্যোতে আলোকিত জগৎ, ফুল ফুটেছে বুঝি ভাণ্ডারী বাগানে।। সখী চল মিলি আমরা দলাদলি, আঞ্চল ভরি তুলি ফুল পুস্প বনে। পুস্প হার গুঁইথে আমরা বিনা […]

একি সুখ সময় এসেছে ভুবনে,
সুখ বাদ্য বাজে কেন সর্বস্থানে।
বাজে ইন্দ্র কুলে বাজে দেব দলে,
জমিনেতে বাজে বাজে স্বর্গস্থানে।।

শীতল সুসৌরভ সমীরে ভবে,
মোহ করিছে কেনরে জনে জনে।
পূর্ণ শশী জ্যোতে আলোকিত জগৎ,
ফুল ফুটেছে বুঝি ভাণ্ডারী বাগানে।।

সখী চল মিলি আমরা দলাদলি,
আঞ্চল ভরি তুলি ফুল পুস্প বনে।
পুস্প হার গুঁইথে আমরা বিনা সুতে,
পরাই বন্ধু গলে পুলকিত মনে।।

প্রেম বাদ্য বাজাই মকবুল মাওলা সনে,
নাচি গাহি তাঁন প্রশংসারী গানে।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

একি সুখ সময় এসেছে ভুবনে