আমি বলব কারে শুনবে কেবা

আমি বলব কারে শুনবে কেবা, এই জগৎ বেবুঝার বাসা। ধন জনের নাই ভরসা, যত সব অসার আশা। মোল্লা মুনশী আলেমগণ, তপসী সন্ন্যাসীজন। তারা তো কেউ সব বুঝে না, সবার বুঝা ফুশা ফাশা। জুব্বা গায়ে শিরে পাগড়ী, তছবী হাতে জটা দাড়ি। আমির কবির গুণী জ্ঞানী, সকলের মন লোভে ফাঁসা। (তারা) বেবুঝায় চলে, বুঝা দেখলে পাগল বলে। […]

আমি বলব কারে শুনবে কেবা, এই জগৎ বেবুঝার বাসা।
ধন জনের নাই ভরসা, যত সব অসার আশা।

মোল্লা মুনশী আলেমগণ, তপসী সন্ন্যাসীজন।
তারা তো কেউ সব বুঝে না, সবার বুঝা ফুশা ফাশা।

জুব্বা গায়ে শিরে পাগড়ী, তছবী হাতে জটা দাড়ি।
আমির কবির গুণী জ্ঞানী, সকলের মন লোভে ফাঁসা।

(তারা) বেবুঝায় চলে, বুঝা দেখলে পাগল বলে।
দেখছ তারা দলে দলে, করছে কত রং তামাশা।

(তারা) যেতে চাহে রং মহলে, পথ ছাড়ি আপথা চলে।
(কোন) বুঝা জনে পথ দেখালে, মারে তারে ঘুসাঘাসা।

বেবুঝা কয় হে বেবুঝা, আয়না আমার পন্থ সোজা,
রঙ্গে ঢঙ্গে চলে যাব, তোর পথে হারাবি দিশা।

করিমেরি মন বেবুঝা, মুর্শিদাবাদ আছে বুঝা,
(তুমি) বুঝতে চাও শীঘ্র যাও, সেই নগরে কর বাসা।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

error:

আমি বলব কারে শুনবে কেবা