আমি আমি বলি আমি

আমি আমি বলি আমি, আমায় আমি চিনি না। আমি যদি আমি হতেম, স্বাধীন কেন হলেমনা।। আমি যদি আমি হতেম, কোথাও ঠেকে না রৈতেম। মৃত্যুকালে না মরিয়ে, কেন রৈতে পারিনা।। আবার যাহা ইচ্ছা করি, কেন তাহা করতে না’রি। বুঝা গেল নহি আমার, মাত্র আমি প্রবঞ্চনা।। যেই জন আমি হয়, মাত্র সেই শক্তিময়। সে শক্তি না দে […]

আমি আমি বলি আমি, আমায় আমি চিনি না।
আমি যদি আমি হতেম, স্বাধীন কেন হলেমনা।।

আমি যদি আমি হতেম, কোথাও ঠেকে না রৈতেম।
মৃত্যুকালে না মরিয়ে, কেন রৈতে পারিনা।।

আবার যাহা ইচ্ছা করি, কেন তাহা করতে না’রি।
বুঝা গেল নহি আমার, মাত্র আমি প্রবঞ্চনা।।

যেই জন আমি হয়, মাত্র সেই শক্তিময়।
সে শক্তি না দে যদি, কিছু করতে পারি না।।

শক্তি কীর্তি সব তাঁর, কর্তা বলি নাম আমার।
আমি আমি আমায় বলা কেবল মাত্র প্রতারণা।।

মকবুল অজ্ঞানে বলে, ধূলা উড়ে যায় বলে।
ধূলা উড়ে সবে দেখে, কিন্তু বায়ু দেখে না।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

আমি আমি বলি আমি