আমার প্রাণ গেলে আর ছাড়বনা তোমারে

আমার প্রাণ গেলে আর ছাড়বনা তোমারে প্রাণ সইগো, প্রাণ গেলে আর ছাড়বনা তোমারে।। তুমি আমার হৃদে বসি বাজাও মোহন বাঁশি, তোমার বাঁশির শব্দ শুনে প্রাণ থাকেনা ঘরে।। আমার যত গোপন কিছু তোমার জানা আছে, তবু কেন এত দুঃখ দিতেছ আমারে।। ধন দিয়াছি মন দিয়াছি সব দিয়াছি সব দিয়াছি তোরে, আমি আর কিছু তো রাখছি না […]

আমার প্রাণ গেলে আর ছাড়বনা তোমারে প্রাণ সইগো,
প্রাণ গেলে আর ছাড়বনা তোমারে।।

তুমি আমার হৃদে বসি বাজাও মোহন বাঁশি,
তোমার বাঁশির শব্দ শুনে প্রাণ থাকেনা ঘরে।।

আমার যত গোপন কিছু তোমার জানা আছে,
তবু কেন এত দুঃখ দিতেছ আমারে।।

ধন দিয়াছি মন দিয়াছি সব দিয়াছি সব দিয়াছি তোরে,
আমি আর কিছু তো রাখছি না গো রাখছি কেবল তোরে।।

প্রাণ বন্ধুর নামটি নিয়া কাঁদছি বসে ঘরে,
সেই দুঃখ নিতে পারে কে আছে সংসারে।।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

error:

আমার প্রাণ গেলে আর ছাড়বনা তোমারে