আমার নিদাগেতে দিল রে দাগ,
চুরি করি নিল চোরা সোনার চাঁনবুলাক।
যার লাগি সর্ব ত্যাগী হন্ডে গেলে পাইয়্যুম লাগ।।
চোরা তো সামান্য নয় রে, অতি সন্ধানী;
কর্ম দোষে হারাইলাম তারে মুই অভাগিনী।
স্বামী আমার চেতন হইয়া ন-পাইল চোরার লাগ।।
অন্তরে বিরহ জ্বালা কারে কইয়্যুম কি,
মাইল্যার চোরা সিং দিল মোর, দক্ষিণ খিড়কী দি।
যখন চোরা আইলো ঘরে, কাল ঘুমেতে আমি নাই সজাগ।।
গুরুর পদ ধরি হীন খাইরুজ্জামা কয়,
মাইল্যার চোরা ঝাপটা দিয়া বুলাল নিয়ে গৈ।
হন্নত যাইয়্যুম তার তালাশে ন-চিনি মথুরা ঘাট।।