জিলা চট্টগ্রাম রে বারউলিয়ার স্থান

জিলা চট্টগ্রাম রে বারউলিয়ার স্থানএই জিলাতে জন্ম কত আউলিয়া মাস্তান রে। শাহ বদর জ্বালাই বাতিধাইয়া গেল দানব জাতিচাটি দিয়া আবাদ করেচাটগাঁ হল নাম রে ॥ হযরত বায়োজিদ বোস্তামিখোদার আশেক ছিলেন তিনিনাসিরাবাদ পাহাড়েতেআসন তার প্রমাণ রে ॥ শহর কুতুব শাহ্ আমানতকরিতে তার জেয়ারতশত শত ভক্ত আসিপুরায় মনষ্কাম রে ॥ চট্টগ্রামের ফটিকছড়িগাউছুল আজম মাইজভাণ্ডারীহযরত কেবলা আহমদউল্লাহপিবাবা রহমান […]

জিলা চট্টগ্রাম রে বারউলিয়ার স্থান
এই জিলাতে জন্ম কত আউলিয়া মাস্তান রে।

শাহ বদর জ্বালাই বাতি
ধাইয়া গেল দানব জাতি
চাটি দিয়া আবাদ করে
চাটগাঁ হল নাম রে ॥

হযরত বায়োজিদ বোস্তামি
খোদার আশেক ছিলেন তিনি
নাসিরাবাদ পাহাড়েতে
আসন তার প্রমাণ রে ॥

শহর কুতুব শাহ্ আমানত
করিতে তার জেয়ারত
শত শত ভক্ত আসি
পুরায় মনষ্কাম রে ॥

চট্টগ্রামের ফটিকছড়ি
গাউছুল আজম মাইজভাণ্ডারী
হযরত কেবলা আহমদউল্লাহপি
বাবা রহমান রে ॥

লেখকঃ আবদুল গফুর হালী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


জিলা চট্টগ্রাম রে বারউলিয়ার স্থান