ইয়া নবী সালাম আলাইকা
ইয়া রাসুল সালাম আলাইকা
ইয়া হাবীব সালাম আলাইকা
সালাওয়া তুল্লাহ্‌ আলাইকা ।।

উর্দু

রাহমাতো কে তাজ ওয়ালে
দোজাহা কে রাজ ওয়ালে
আরশেকি মেরাজ ওয়ালা
আসিও কে লাজ ওয়ালে ।।

কালী কা-লী কামলী ওয়ালে
রুখছে জুলফো কো হটা লে
দেখ খর জলওয়া নিরালে
জান দিল কারদো হাওয়ালে ॥

আর্শকা রওশন সিত্তারা
হযরতে হক কা পেয়ারা
আমেনা বিবি কা দুলারা
বেকাছু কাহে সাহারা ॥

রুহ জব তান সে জুদা হো
মাহে রমজান দিন জুম্মা হো
দো-পেহের ছে দিন ঢালা হো
লাব পে জারি ইয়ে সদা হো ॥

বাংলা

তুমি যে নূরের নবী
নিখিলের ধ্যানের ছবি
তুমি না এলে দুনিয়ায়
আঁধারে ডুবিত সবি ॥

চাঁদ সুরুজ আকাশে আসে
সে আলোয় হৃদয় না হাসে
এলে তাই হে নব রবি
মানবের মনের আকাশে।।

তোমারি নূরের আলোকে
জাগরণ এলো ভু-লোকে
গাহিয়া উঠিল বুলবুল
হাসিল কুসুম পুলকে।।

নবী না হয়ে দুনিয়ার
না হ’ইয়ে ফেরেশ্তা খোদার
হয়েছি উম্মত তোমার
তার তরে শোকর হাজারবার ॥

উম্মতের মনের বেদনা
বুঝাইলে কেহ বুঝে না
শুনাইলে কেহ শুনে না
শুনেন গো শাহে মদিনা ॥

সালামে গাউছিয়া

ইয়া গাউছু সালাম আলাইকা
ইয়া মুর্শিদ সালাম আলাইকা
ইয়া মাওলা সালাম আলাইকা
সালাওয়াতুল্লাহ্ আলাইকা ॥

ছদকায়ে গাউছে বোগদাদী
ছদকায়ে খাজা আজমিরী
ছদকায়ে গাউছে ভাণ্ডারী
ছদকায়ে আমির ভাণ্ডারী ॥

গেরনে ওয়ালো কো উঠালো
মরনে ওয়ালো কো বাঁচালো
কয়েদ ছে হামকো ছুড়ালো
আহমদী নামে বোলালো ॥

অন্তিমে কবরে হাশরে
ভুলোনা ভুলোনা দাসরে
রাখিও স্মরণ সবারে
এ আরজ আপনার দরবারে ॥

দ্বারেতে হাজির ভিখারী
তুমি হও পারের কাণ্ডারী
তুমি হও মুক্তির দিশারী
আয় শাহে আমিরভাণ্ডারী ॥

6 Comments

  1. Very Good initiative, keep it up, I’m a well wisher from Aziz Bhandar Darbar Sharif

Comments are closed.

ইয়া নবি সালাম আলাইকা