ইয়া নবী সালাম আলাইকা – ইয়া রাসুল সালাম আলাইকা
ইয়া হাবীব সালাম আলাইকা – সালাওয়া তুল্লাহ আলাইকা॥
রাহমাতো কে তাজ ওয়ালে – দোজাহা কে রাজ ওয়ালে
আরশে কি মেরাজ ওয়ালে – আসিও কে লাজ ওয়ালে॥
কালী কালী কামলী ওয়ালে-রুখছে জুলফো কো হটা লে
দেখ খর জলওয়া নিরালে-জান দিল কারদো হাওয়ালে ॥
আর্শকা রওশন সিত্তারা – হযরতে হক কা পেয়ারা
আমেনা বিবি কা দু্লারা – বেকাছু কাহে সাহারা ॥
তুমি যে নূরের রবি – নিখিলের ধ্যানের ছবি
তুমি না এলে দুনিয়ায়- আঁধারে ডুবিত সবি॥
চাঁদ সুরুজ আকাশে আসে – সে আলোয় হৃদয় না হাসে
এলেন তাই হে নব রবি – মানবের মনের আকাশে॥
তোমারি নূরের আলোকে – জাগরণ এলো ভুলোকে
গাহিয়া উঠি্লো বুলবুল – হাসিলো কুসুম ফুলোকে॥
নবী না হয়ে দুনিয়ার – না হ’ইয়ে ফেরেশতা খোদার
হয়েছি উম্মত আপনার- তার তরে শোকর হাজার বার॥
উম্মতের মনের বেদনা-বুঝাইলে কেহ বুঝে না
শুনাইলে কেহ শুনে না-শুনেন গো শাহে মদিনা ॥
ছদকায়ে গাউছে বোগদাদী-ছদকায়ে খাজা আজমিরী
ছদকায়ে গাউছে ভাণ্ডারী-ছদকায়ে আমির ভাণ্ডারী ॥
সালামে গাউছিয়া_
ইয়া গাউছু সালাম আলাইকা-ইয়া মুর্শিদ সালাম আলাইকা
ইয়া মাওলা সালাম আলাইকা -সালাওয়াতুল্লাহ্ আলাইকা
গেরনে ওয়ালো কো উঠালো-মরনে ওয়ালো কো বাঁচালো
কয়েদ ছে হামকো ছুড়ালো-আহমদী নামে বোলালো ॥
অন্তিমে কবরে হাশরে-ভুলোনা ভুলোনা দাসরে
রাখিও স্মরণ সবারে-এ আরজ আপনার দরবারে ॥
দ্বারেতে হাজির ভিখারী-তুমি হও পারের কাণ্ডারী
তুমি হও মুক্তির দিশারী-আয় শাহে আমিরভাণ্ডারী ॥
🤍🥀
Very Good initiative, keep it up, I’m a well wisher from Aziz Bhandar Darbar Sharif
❤️
মাশা আল্লাহ
মা শা আল্লাহ
massallah