তোমার পাক নামের ভরসা করে দিয়াছি সাঁতার ।
পার কর ডুবাইয়ে মার মহিমা তোমার।
হাঙ্গর কুম্ভির নফছগণ, করে যদি আক্রমণ,
উচ্চস্বরে দিব তখন দোহাই মাওলানার।
মাওলা তোমার নাম স্মরণে,ছোঁয়না তারে কাল শমনে,
রণে বনে জল আগুনে ভয় থাকে না তার।।
বাবা তোমার নূরী চরণ, নিত্য যারা করে স্মরণ,
ঘুচাইয়েছে জন্ম মরণ এই ভবের মাঝার।।
তোমার নূরী চরণ খানি, পাতকী পায়ের তরণী,
আদমরূপে কাদের গণি, এলে মাইজভাণ্ডার ।।
রমেশ আছি আশা করি, পার করাবে মাইজভাণ্ডারী,
বর্জ্জক যদি রাখতে পারি, কলবের মাজার।।