শুন আশেকগণ সদায় রাখ মাশুকের স্মরণ

শুন আশেকগণ ।সদায় রাখ মাশুকের স্মরণ।স্মরণ করলে চরণ মিলেরাজি হয় নিরঞ্জন ।। ফাজ কুরুনী আজ কুরকুম-লিখা আছে কোরআনে,আর সে দলিল আছে –পাওয়া যায় প্রমাণে,ওয়াজ কুরুল্লাহা কাছিরানলা আল্লাকুম তুফলেহুন।। জিকির অর্থ স্মরণ করা-জলী কিম্বা খফীতে,যে যেভাবে জিকির করেআল্লাহ রাজি হয় তাতে।না বুঝিয়া বেবুঝগণে-করে বৃথা আলাপন ।। জলী অর্থ “বড় করে”জিকির কর মন মজাইহাদিছেতে আছে লেখাসন্দেহ যে […]

শুন আশেকগণ ।
সদায় রাখ মাশুকের স্মরণ।
স্মরণ করলে চরণ মিলে
রাজি হয় নিরঞ্জন ।।

ফাজ কুরুনী আজ কুরকুম-
লিখা আছে কোরআনে,
আর সে দলিল আছে –
পাওয়া যায় প্রমাণে,
ওয়াজ কুরুল্লাহা কাছিরান
লা আল্লাকুম তুফলেহুন।।

জিকির অর্থ স্মরণ করা-
জলী কিম্বা খফীতে,
যে যেভাবে জিকির করে
আল্লাহ রাজি হয় তাতে।
না বুঝিয়া বেবুঝগণে-
করে বৃথা আলাপন ।।

জলী অর্থ “বড় করে”
জিকির কর মন মজাই
হাদিছেতে আছে লেখা
সন্দেহ যে কিছুই নাই।
খফী অর্থ চুপে চুপে-
জিকির কর সর্বক্ষণ ।।

হালকা জিকির জজবা ছহী-
দলিলেতে পাওয়া যায়।
না বুঝিয়া কত লোকে-
আশেকগণের নিন্দা গায়।
ভাল কাজে শয়তান লাগা-
বুঝে না বেবুঝগণ ।।

পরনিন্দা করে যারা-
হাদিছেতে এই কয়,
নিজের ভাল পরকে দিয়ে-
পরের গুণা টেনে লয়।
খোদার কাজে বাধা দিলে
খোদা নারাজ হয় তখন ।।

জজবা অর্থ আকর্ষণ-
মাশুকের ভাবে হয়,
সর্ব অঙ্গ ফানা হয়ে
জিকিরেতে মত্ত রয়।
ওয়াজদ হাল বলে তাকে
যত ছুফী আলেমগণ।।

দুনিয়ার জীব জন্তু-
ওয়াজদ ছাড়া নাহি হয়,
অতি মহব্বতে খোদা-
সৃজিয়াছে সমুদয়।
জহ্বা হালে পূর্ণভাবে-
মাশুকের হয় মিলন।।

না বুঝিয়া নিন্দা করে-
গুনাগার হইওনা,
নিজের আমল শুদ্ধ করি-
সোজা পথে চলনা।
সাহাপুরি সরল মনে-
করিতেছে আবেদন ।।

লেখক: কাজী মোছাহেব উদ্দীন সাহাপুরী

শুন আশেকগণ সদায় রাখ মাশুকের স্মরণ