আমার প্রাণ বঁধুয়া বহুরূপে সাজিল রে
সাজিল সাজিল সাজিল রে ।।
পিতা সেজে জন্ম দিল,পুত্র সেজে জন্ম নিল,
আবার মাতা সেজে দুগ্ধ দিয়ে পালিল রে ।।
গুরু সেজে মন্ত্র দিল, শিষ্য সেজে মন্ত্র নিল,
আবার ভাণ্ডারী সাজিয়ে উদ্ধার করিল রে ।।
হাকিম সেজে হুকুম করে, পেয়াদা সেজে আনে ধরে,
আবার আসামী হইয়া দণ্ড ভুগিল রে ।।
রোগ সাজিয়া দেহ ধরে, রোগী সেজে ছটফট করে,
আবার বৈদ্য সেজে ঔষুধ করে সারাইল রে ।।
জাল বসাল জাইল্যা সাজি, মিন সাজিয়া গেল বাজি,
দিশে হারা রমেশ আজি ঠেকিল রে ।।