মওলানা রূপেরি বাহার

মওলানা রূপেরি বাহার।(২)ভুবন মোহন রূপ- দেখতে চমৎকার ॥ মুখ যেন পূর্ণ শশি-সদায় তাতে মধুর হাসি।নয়ন ঠারে পাগল করে-তাবৎ সংসার ॥ আঁখির নিমিষে তাঁন-আছে কি মোহিনী বান।যারে হানে তারে করেমজনুর আকার ॥ মওলানাকে যে চিনিল-তবে থেকে স্বর্গ পেল।কিজানে নারকী যেবা-আদ্য কুলাঙ্গার ॥ যুগল চরণে পড়ি-করিমে বিনয় করে।কৃপা বিতরণে কর-পরিত্রাণ তার।। লেখক : বজলুল করিম মন্দাকিনী

মওলানা রূপেরি বাহার।(২)
ভুবন মোহন রূপ- দেখতে চমৎকার ॥

মুখ যেন পূর্ণ শশি-
সদায় তাতে মধুর হাসি।
নয়ন ঠারে পাগল করে-
তাবৎ সংসার ॥

আঁখির নিমিষে তাঁন-
আছে কি মোহিনী বান।
যারে হানে তারে করে
মজনুর আকার ॥

মওলানাকে যে চিনিল-
তবে থেকে স্বর্গ পেল।
কিজানে নারকী যেবা-
আদ্য কুলাঙ্গার ॥

যুগল চরণে পড়ি-
করিমে বিনয় করে।
কৃপা বিতরণে কর-
পরিত্রাণ তার।।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


মওলানা রূপেরি বাহার