প্রেমেরী সাগরে যে দিছে সাঁতার

তেরী প্রেমেরী সাগরে যে দিছে সাঁতার।প্রেমের তরঙ্গে পায়, তত্ত্ব আপনার । স্যার প্রিয়ে গুনাধার-আপে নিরাকারসংসারে সকল-আকারে প্রচার ।। গোপ্‌তে আহাদ-নামেতে আহমদ।মানব সুরতে-আদম সরদার ।। ফেরেস্তা সবার-সজিদা ছিল কারগোপ্‌তে-ব্যকতে-সকলি তোমার ।। বাহানা মুছার-তুরের মাঝার।মুৰ্চ্ছাগত হইল-নবী নুরে আপনার।। নামে ইব্রাহিম-খলিলুর রহিম।নমরুদী আতশে-হইল গোলজার।। রূপে গুণবান-মাশুক জাঁহানইউছুপ সুরতে-মিছিরে প্রচার ।। আরব সরদার-মোহাম্মদ মোখতার।নবী সকলের নবী-সংসারে প্রচার ।। ক্ষেণে […]

তেরী প্রেমেরী সাগরে যে দিছে সাঁতার।
প্রেমের তরঙ্গে পায়, তত্ত্ব আপনার ।

স্যার প্রিয়ে গুনাধার-আপে নিরাকার
সংসারে সকল-আকারে প্রচার ।।

গোপ্‌তে আহাদ-নামেতে আহমদ।
মানব সুরতে-আদম সরদার ।।

ফেরেস্তা সবার-সজিদা ছিল কার
গোপ্‌তে-ব্যকতে-সকলি তোমার ।।

বাহানা মুছার-তুরের মাঝার।
মুৰ্চ্ছাগত হইল-নবী নুরে আপনার।।

নামে ইব্রাহিম-খলিলুর রহিম।
নমরুদী আতশে-হইল গোলজার।।

রূপে গুণবান-মাশুক জাঁহান
ইউছুপ সুরতে-মিছিরে প্রচার ।।

আরব সরদার-মোহাম্মদ মোখতার।
নবী সকলের নবী-সংসারে প্রচার ।।

ক্ষেণে হে আশেক-ক্ষেণে হে মাশুক ।
ক্ষেণে পীরানে পীর-বোগদাদ মাঝার।।

হাদীর মোখতার-ত্রিজগতের সার।
প্রকাশ হইলা নামে-গাউছে মাইজভান্ডার ।।

লেখকঃ আবদুল হাদী কাঞ্ছনপুরী

প্রেমেরী সাগরে যে দিছে সাঁতার