প্রেমের সন্ধানে চল মন

গেল এ জীবন প্রেমের সন্ধানে চল মন।বিনা প্রেমে রীতি নীতি, তপ জপ অকারণ ॥ প্রেমে মত্ত আল্লা নবী, প্রেমেই কোরানের সার,প্রেমের প্রচার কল্পে, সৃজিয়াছেন এ সংসার,প্রেমের দীক্ষা নিয়ে এলেন, আম্বিয়া আউলিয়াগণ ॥ খোদার সংগে বসতে হলে আউলিয়ার বৈঠকে যাও,রুমী গুণদারে বলে মছনবী খুলিয়া চাও,নবী বলেন অপ্রেমিকের, নাইরে ঈমান ধন ॥ শত বর্ষের খাঁটি এবাদত হতে, […]

গেল এ জীবন প্রেমের সন্ধানে চল মন।
বিনা প্রেমে রীতি নীতি, তপ জপ অকারণ ॥

প্রেমে মত্ত আল্লা নবী, প্রেমেই কোরানের সার,
প্রেমের প্রচার কল্পে, সৃজিয়াছেন এ সংসার,
প্রেমের দীক্ষা নিয়ে এলেন, আম্বিয়া আউলিয়াগণ ॥

খোদার সংগে বসতে হলে আউলিয়ার বৈঠকে যাও,
রুমী গুণদারে বলে মছনবী খুলিয়া চাও,
নবী বলেন অপ্রেমিকের, নাইরে ঈমান ধন ॥

শত বর্ষের খাঁটি এবাদত হতে, ভাল হয়,
প্রেমের বিধান মূলে, রুমের রসিক কয়,
আউলিয়ার সংশ্রবে যদি, বসতে পারে অল্পক্ষণ ॥

আউলিয়া নায়েবন্নবী, জাহেরা মৌলভী নয়,
তরিকতের পন্থী যারা, তাঁদের কাছে দীক্ষা লয়,
তাঁদের হাতে খোদার হাত, কোরানেরি সুবৰ্ণন ॥

গুরু ভজন সিদ্ধি সাধন, জীবনের কর্তব্য হয়,
ওয়াবতাগু ইলাহিল ওছিলার মর্ম্ম, জ্ঞানীগণে হেন লয়,
শয়তানের শিষ্য যারা, না ভজিল গুরু ধন ॥

এত সব যুক্তি পরে খোদা রছুল পেতে চাও,
অপ্রেমিক জাহেরা আলেমের কথা ছেড়ে দাও,
বড়পীরে কয় তাদের কথা গোমরাহীর মূল কারণ ॥

বিনা তরিকতে শরিয়তের কোন মূল্য নাই,
সত্য গুরু চিনি ধর, আল্লার আউলিয়া চাই,
করিম কয় জগৎ গুরু মাইজভাণ্ডারী মাওলা ধন ॥

লেখক : বজলুল করিম মন্দাকিনী

প্রেমের সন্ধানে চল মন