মেরা বাদশাহ হোসাইন হে

ইয়ে বাত কিস কদর হাসিন্ যো কেহ্ গায়ে মঈনুদ্দিন,কে দ্বীন কি পানাহ্‌ হোসাইন হ‍্যায়।মেরা হোসাইন হে, মেরা বাদশাহ হোসাইন হ‍্যায়।আমান কা মাহরূমা ভি, যো শাহো কা হে শাহ ভি,এইসা বাদশাহ হোসাইন হে। কারে কই যো হামসারি, কিসি কি কেয়া মাজাল হে,হুসাইস হার লিহাজ ছে জাঁহা মে বেমিসাল হেইয়ে হো চুকা হ্যায় ফায়সালা, না কোয়ি দুসরা […]

ইয়ে বাত কিস কদর হাসিন্ যো কেহ্ গায়ে মঈনুদ্দিন,
কে দ্বীন কি পানাহ্‌ হোসাইন হ‍্যায়।
মেরা হোসাইন হে, মেরা বাদশাহ হোসাইন হ‍্যায়।
আমান কা মাহরূমা ভি, যো শাহো কা হে শাহ ভি,
এইসা বাদশাহ হোসাইন হে।

কারে কই যো হামসারি, কিসি কি কেয়া মাজাল হে,
হুসাইস হার লিহাজ ছে জাঁহা মে বেমিসাল হে
ইয়ে হো চুকা হ্যায় ফায়সালা, না কোয়ি দুসরা হাসান,
না কোয়ি দুসরা হোসাইন হে।
মেরা হোসাইন হে, মেরা বাদশাহ হোসাইন হ‍্যায়।।

হিদায়ত-এ হোসাইন পর আমল করো এ মুমিনোঁ,
রেহেঙ্গে হাম বেহেশত মে, ইয়াকীন রাখো এ মুমিনোঁ,
কবুল হোগি হার দুআ, কিসি ছে কিঁউ ডারে ভালা,
হামারা ওয়াস্তা হুসাইন হে।
মেরা হোসাইন হে, মেরা বাদশাহ হোসাইন হ‍্যায়।।

দুআও মে, নিদাও মে যো ওয়াস্তা ইসছে বানায়েগা,
বেহেশত কি যো রাহোঁ কা রাস্তা ইসছে বানায়েগা।
না ওয়াস্তে মে তোড় হে, না রাস্তে মে মোড় হে,
এইসি সীধি রাহ্‌ হোসাইন হে।
মেরা হোসাইন হে, মেরা বাদশাহ হোসাইন হ‍্যায়।।

কাযা কে বাদ ফির মুঝে নায়ি হায়াত মিল গেয়ি,
আজাব সে, ইতাব সে মুঝে নিজাত মিল গেয়ি।
সাওয়াল জব কিয়া গেয়া—হে কোন তেরা পেশওয়া,
তো মেঁনে কেহ্‌ দিয়া হোসাইন হে।
মেরা হোসাইন হে, মেরা বাদশাহ হোসাইন হ‍্যায়।

শহীদে কারবালা কা গাম, জিসছে ভি না গাওয়ার হে,
ও বদ-আমল, হে বদ-নসীব হে উসছি পে বেশুমার হে
আরে ওয়ো দুশমনে-আজল, তু মার যারা কবর মে চল,
পাতা চলে গা কেয়া হোসাইন হে।
মেরা হোসাইন হে, মেরা বাদশাহ হোসাইন হ‍্যায়।

করেগা জো মুখালিফাত গামে হোসাইন কি ইয়াহা
ওয়ো হোগা হাশর হাশর মে কে আল-হাফিজ ও আল-আমান
জাঁহা ভি চুপনে জায়েগা কাহি ভি বাঁচ না পায়েগা
কে হার জাগা মেরা হোসাইন হে।
মেরা হোসাইন হে, মেরা বাদশাহ হোসাইন হ‍্যায়।

error:

মেরা বাদশাহ হোসাইন হে