কেন চিনলিনারে মন

কেন চিনলিনারে মনগাউসুল আযম মাইজভাণ্ডারী মাওলানা কেমন ॥ নৈরূপে আকার নিলছলে জগত মাতাইলনর-নারী হুর ফেরেস্তা প্রেমেতে মগন ॥ আকাশ বাতাস আরদেব-দেবতা তাবেদারযাহার হুকুমে চলে এই ত্রিভূবন ॥ কোরআনে কয় চিনতে তারেসৃষ্টি তোদের এই সংসারেনা চিনি মরিয়া গেলে বিফল জীবন ॥ চিনতে পারে সাধ্য কারচিনিবার ইচ্ছা যারহৃদয় চক্ষে ধরিয়া দেখ জ্ঞান দূর্বিক্ষণ ॥ অলক্ষ্যতে লক্ষ্য করিজ্ঞান […]

কেন চিনলিনারে মন
গাউসুল আযম মাইজভাণ্ডারী মাওলানা কেমন ॥

নৈরূপে আকার নিল
ছলে জগত মাতাইল
নর-নারী হুর ফেরেস্তা প্রেমেতে মগন ॥

আকাশ বাতাস আর
দেব-দেবতা তাবেদার
যাহার হুকুমে চলে এই ত্রিভূবন ॥

কোরআনে কয় চিনতে তারে
সৃষ্টি তোদের এই সংসারে
না চিনি মরিয়া গেলে বিফল জীবন ॥

চিনতে পারে সাধ্য কার
চিনিবার ইচ্ছা যার
হৃদয় চক্ষে ধরিয়া দেখ জ্ঞান দূর্বিক্ষণ ॥

অলক্ষ্যতে লক্ষ্য করি
জ্ঞান পথে ধ্যান করি
প্রেমের প্রদীপ হাতে কর নিরীক্ষণ ॥

স্বার্থ যত ত্যাগ করি
করিমের কথা ধরি
অবিরত মওলা নাম করহ জপন ॥

লেখক : বজলুল করিম মন্দাকিনী

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কেন চিনলিনারে মন