ফরিয়াদ আমার দরবারে তোমার

ফরিয়াদ আমার দরবারে তোমার করিও কবুলতুমি বিশ্ব জগৎপতি অকুলের কুল। অনন্ত অসীম তুমি জীবের জীবন অন্তর্যামীতোমাকে পুঁজিতে স্বামী হয়েছি আকুল ।। তোমার প্রিয় নূর মোহাম্মদ, দেখায়ে দিয়েছেন যে পথসৎ জ্ঞানে করেছি শপথ তুমি আদি মূল ।। মাতা পিতা গুরুজনে সদাই যেন শান্ত মনেসেবী তারে স্ব-যতনে পেতে চরণ ধূল ।। রজ্জব অতি গুনাহ্গার দোজখ বেহেস্ত চাইনি […]

ফরিয়াদ আমার দরবারে তোমার করিও কবুল
তুমি বিশ্ব জগৎপতি অকুলের কুল।

অনন্ত অসীম তুমি জীবের জীবন অন্তর্যামী
তোমাকে পুঁজিতে স্বামী হয়েছি আকুল ।।

তোমার প্রিয় নূর মোহাম্মদ, দেখায়ে দিয়েছেন যে পথ
সৎ জ্ঞানে করেছি শপথ তুমি আদি মূল ।।

মাতা পিতা গুরুজনে সদাই যেন শান্ত মনে
সেবী তারে স্ব-যতনে পেতে চরণ ধূল ।।

রজ্জব অতি গুনাহ্গার দোজখ বেহেস্ত চাইনি তোমার
পেলে শুধু তোমার দিদার হয়ে যায় মশগুল ।।

লেখক : রজ্জব দেওয়ান

ফরিয়াদ আমার দরবারে তোমার