ফানাফিল্লার দেশে যদি যাবি

ফানাফিল্লার দেশে যদি যাবি দেখা পাবিছেড়ে দিয়ে বহির অঙ্গ, জানতে পাবি অন্তরঙ্গধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি, দেখা পাবি ॥ আত্তাহিয়াতুর বৈঠকেতে, বসিয়া কেবলা রূপেতে –তথা গুণে মুর্শিদকে পাবিএবার নয় দরজায় মার তালা, এক দরজা রাখ খোলাসেই দরজাতে মিলবে রূপের ছবি, দেখা পাবি ৷৷ আল্লাহ হাজেরী, আল্লাহ নাজেরী- আল্লাহুকে জানতে পাবিআল্লাহ যাহার সামনে আছে, আল্লাহ তাহার […]

ফানাফিল্লার দেশে যদি যাবি দেখা পাবি
ছেড়ে দিয়ে বহির অঙ্গ, জানতে পাবি অন্তরঙ্গ
ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি, দেখা পাবি ॥

আত্তাহিয়াতুর বৈঠকেতে, বসিয়া কেবলা রূপেতে –
তথা গুণে মুর্শিদকে পাবি
এবার নয় দরজায় মার তালা, এক দরজা রাখ খোলা
সেই দরজাতে মিলবে রূপের ছবি, দেখা পাবি ৷৷

আল্লাহ হাজেরী, আল্লাহ নাজেরী- আল্লাহুকে জানতে পাবি
আল্লাহ যাহার সামনে আছে, আল্লাহ তাহার সাথে আছে
আল্লাহ তাহার মধ্যে আছে, ডুবলে দেখা পাবি ॥

মোরাকাবা ধ্যানের ঘরে, দুই দরজা বন্ধ করে-
করতে হবে মুর্শিদের পায়রবী
এবার ধ্যানের ঘরে ঘুরি আসি,এস্কে হাওয়ায় পড়িয়াছি,
জালাল বলে একূল ঐকূল পাবি, দেখা পাবি ॥

লেখক : বাউল জালাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফানাফিল্লার দেশে যদি যাবি