এসো না, এসো না পাগলের দলে,
ঐ পাগলের দলে গেলে জাতির কুলমান রয়ে না।
আল্লাহর ভাবে রাসূল পাগল,
আউলিয়া, আম্বিয়া পাগল,
আর এক পাগল ওয়াইস করনী —
পাগলের কারখানা।।
ঈসা পাগল, মূসা পাগল,
হযরত বড় পীর পাগল,
শেষের পাগল মাইজভাণ্ডারী —
পাগলের কারখানা।।
পাগল হইবার আশা কর,
মুর্শিদের চরণ ধর,
মরিবার আগে মর —
আর মরণ হবে না।।