এস এস প্রাণপতি আর বাঁচি না তুমি বিনে ।
মন প্রাণ হৈরে মম, পুনঃ পালাইলা কেনে ॥
বাঁশী স্বরে ভোলাই মন, ডুবাইয়ে কুল মান ।
যোগী বেশে অবশেষে ভ্রমাও বন কাননে ॥
তোমারি বিচ্ছেদানলে,প্রাণ হুহু কৈরে জ্বলে ।
কাঁদিতে কাঁদিতে মোর সিন্ধু বহে দু’নয়নে ॥
যদি পাই প্রাণ স্বামী, হৃদে মিশাইব আমি ।
পুনঃ কি ছাড়িব কভু প্রাণ গেলে প্রাণের ধনে ॥
গাওছধন মাইজভান্ডারী, মকবুলেরে কৃপা করি।
চরণে তাহারে মারি, মিশাও রাঙ্গা চরণে ॥