একেলা বসে বিরহ বাসে

একেলা বসে বিরহ বাসে,তোমারি আশে গাহিব গান। আমারি বেদনে ব্যাথিত পাপিয়া নিরলে বসিয়া ধরেছে তান।।

একেলা বসে বিরহ বাসে
তোমারি আশে গাহিব গান,
আমারি বেদনে ব্যাথিত পাপিয়া
নিরলে বসিয়া ধরেছে তান।।

হৃদয় মন্দিরে আশারি বাতি
নিরলে জাগিলেম এই সুখ রাতি,
সোহাগ ভান্ডে মিলন মধু
বধুঁর সনে করিতে পান।।

বিরহ বারিদে চন্দ্রিমা ঢাকে
আশাতে চাহিয়া কুমুদি থাকে,
ছিন্ন বারিদে কিরণ বিতরি
তবু কি তোষে না প্রেয়সীর প্রাণ।।

বিজনে বসি ডাকিছে কোয়েলা
জ্যোৎনা রাতে বাড়ালে জ্বালা,
ভান্ডারে বসি বাজালে বাঁশী
উদাসী করিলে রমেশের প্রাণ

লেখক: কবিয়াল রমেশ শীল

একেলা বসে বিরহ বাসে