দেখা দিও প্রাণ বন্ধু আজ নিশিতে

দেখা দিও প্রাণ বন্ধু আজ নিশিতে ।উদাসীনি হলেম তোমার সোনা মুখের মধু হাসিতে।। আমি আশাতে আছিদিবানিশী পথ পানে চেয়ে রয়েছি,হৃদ পালং সাজায়েছিতুমি এসে বন্ধু বসিতে।। লোকের মন্দ তিরস্কারতোমারি কারণে করলাম মণি মুক্তার হারসৌভাগ্য হইত আমারযদি তুমি ভাল বাসিতে।। তোমার তৌহিদের বাঁশীশুনিয়ে উদাসী হয়ে সাগরে ভাসিগলাতে লাগালে ফাঁসিকুলমান বুঝি নাশিতে।। রমেশ এই আর্জি করিশেষ বয়সে গলাবাজী […]

দেখা দিও প্রাণ বন্ধু আজ নিশিতে ।
উদাসীনি হলেম তোমার সোনা মুখের মধু হাসিতে।।

আমি আশাতে আছি
দিবানিশী পথ পানে চেয়ে রয়েছি,
হৃদ পালং সাজায়েছি
তুমি এসে বন্ধু বসিতে।।

লোকের মন্দ তিরস্কার
তোমারি কারণে করলাম মণি মুক্তার হার
সৌভাগ্য হইত আমার
যদি তুমি ভাল বাসিতে।।

তোমার তৌহিদের বাঁশী
শুনিয়ে উদাসী হয়ে সাগরে ভাসি
গলাতে লাগালে ফাঁসি
কুলমান বুঝি নাশিতে।।

রমেশ এই আর্জি করি
শেষ বয়সে গলাবাজী আর কত পারি
সুখে দিতাম ভব পারি
যদি তুমি একবার আসিতে।।

লেখক: কবিয়াল রমেশ শীল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


দেখা দিও প্রাণ বন্ধু আজ নিশিতে