চলরে মন ত্বরাই যাই

চলরে মন ত্বরাই যাই , বিলম্বের আর সময় নাই , গাউসুল আযম মাইজভাণ্ডারী স্কুল খুলেছে । আবাল বৃদ্ধ নরনারী , করে সবে হুড়াহুড়ি , নাম করে রেজিষ্টারী ভর্তি হতেছে।।

চলরে মন ত্বরাই যাই , বিলম্বের আর সময় নাই ,
গাউসুল আযম মাইজভাণ্ডারী স্কুল খুলেছে ।
আবাল বৃদ্ধ নরনারী , করে সবে হুড়াহুড়ি ,
নাম করে রেজিষ্টারী ভর্তি হতেছে।।

সেই স্কুলের এমনি ধারা , বিচার নাই জোয়ান বুড়া ,
সিনায় সিনায় লিখা পড়া , শিক্ষা দিতেছে ।
মাষ্টার ও মাহিনা ছাড়া , এলমে লদুনি পড়া ,
কাগজ কালি দোয়াত কলম কি দরকার আছে ।।

নফছানিয়াতে ভাগ বিয়োগ , রূহানিতে পুরণ যোগ ,
ঈমান সাহিত্য তার নির্দিষ্ট আছে ।
খেদমত বিজ্ঞান যার দয়া করলে হেডমাষ্টার ,
তামাম দুনিয়া হবে নজরের কাছে ৷।

করে স্বহস্তে দস্তখত , দিয়াছ গোলামি খত ,
আলস্তু বে রব্বে কুম স্মরণ নি আছে ।
কালু বালা বলে এলে , এখন কেন পাশরিলে,
জবানবন্দি দিতে গেলে , ঠেকিবি পেঁচে ।

রমেশ বলে অবোধ মন , সময় গেল অকারণ ,
শীয়রে সমন এসে খাড়া রয়েছে ।
ভাণ্ডারীর স্কুলে যাও , কদম খাতায় নাম লিখাও ,
রেজিষ্টারী কবুল হলে তবে প্রাণ বাঁচে ।

রচয়িতা: কবিয়াল রমেশ শীল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


চলরে মন ত্বরাই যাই