চল যাই অমরা পুরে, সেই দেশে মানুষ মরেনা
সেই দেশেতে বাস করিলে আজরাইলের ভয় থাকেনা ॥
মানুষ হয়ে মানুষ ধর, অমানুষের সঙ্গ ছাড়
চিনাইয়া দিব তোরে, অমরাপুরের বালাখানা ॥
নফসের সঙ্গে যুদ্ধ করি, জয় করি লও তাড়াতাড়ি
রাখ তারে বন্দি করি, মানুষ হইবার যার বাসনা ॥
রাসুল নবীর কথা ধরি, মরার আগে যাও গো মরি
সাধন কর মানুষ ধরি, ঘুচে যাক তোর মরণ খানা ॥
আউলিয়াগণ সাধন করে, অমরত্ব লাভ করে
আউলিয়ার মৃত্যু নাইরে, হাদিসেতে হয় ঘোষণা ॥
লতিফে কয় মানুষ হইলে, অমরা পুরের মানুষ মিলে
মাইজভাণ্ডারে আছে মানুষ, মানুষ বিনে টের পাইল না ॥